কমন্স:সামাজিক যোগাযোগ

This page is a translated version of a page Commons:Social media and the translation is 100% complete. Changes to the translation template, respectively the source language can be submitted through Commons:Social media and have to be approved by a translation administrator.

উইকিমিডিয়া কমন্স সম্প্রদায় বেশ কিছু বহিঃস্থ সামাজিক যোগাযোগের একাউন্ট ব্যবহার করে থাকে। এগুলো সাধারণত নতুন ব্যবহারকারীর সাথে যোগাযোগ, বিভিন্ন ঘোষণা, প্রতিযোগিতা সংক্রান্ত আপডেট, নীতিমালা সংক্রান্ত কাজে ব্যবহার করা হয়। এই একাউন্টগুলো এছাড়াও আমাদের সমমনা বিভিন্ন মুক্ত প্রকল্পের সাথে যোগাযোগ রক্ষা করতেও ব্যবহার করা হয়।

ফেসবুক   টুইটার   ইন্সটাগ্রাম

একাউন্টগুলো ব্যবহৃত হয়:

  • উইকিমিডিয়া কমন্সের আজকের নির্বাচিত্র সম্পর্কিত পোস্ট,
  • উইকিমিডিয়া কমন্স সম্প্রদায়ের সাথে সম্পর্কিত বিষয়গুলোর প্রচারণা,
  • ইন্টারনেটের অন্যান্য যেসব বিষয়ের সাথে কমন্সের সম্পর্ক রয়েছে,
  • কপিরাইট সত্বাধীকারীদের সাথে আউটরীচ হিসেবে একাউন্টগুলোর ব্যবহার,
  • গ্ল্যাম সম্পর্কিত কার্যক্রমগুলো প্রচারণার জন্য ও সম্পর্কিত প্রতিষ্ঠানসমূহের সাথে যোগাযোগ স্থানের জন্য।

নির্দেশিকা

  • এই একাউন্টগুলো কমন্সের কপিরাইট ও লাইসেন্স নীতিমালার সাথে সাংঘর্ষিক হয় এমন পোস্ট করবে না,
  • এই একাউন্টগুলো উইকিমিডিয়া কমন্স সম্প্রদায়কে বাইরের মানুষের সাথে পরিচয় করিয়ে দেয়,
  • বিষয়বস্তু বিতর্কিত হবে না। মেটার সামাজিক যোগাযোগের সাধরণ বিষয়সূহ মেনে চলুন।

অনুরোধ

অনুগ্রহ করে এই একাউন্টগুলো থেকে পোস্ট, টুইট বা রিটুইটের কোন পরামর্শ সামাজিক যোগাযোগের উন্মুক্ত মেইলিং লিস্টের মাধ্যমে social-media lists.wikimedia.org-এ পাঠান। ধন্যবাদ!

সামাজিক যোগাযোগ দল

বর্তমান সামাজিক যোগাযোগের পাতাগুলো পরিচালনায় নিম্নের ব্যবহারকারীগণ রয়েছে

পরিচালক:

   

পরিচালক


পরিচালক

আরও দেখুন

টীকা: এই পাতাতে যদি না উল্লেখ থাকে সেক্ষেত্রে কোন একাউন্ট উইকিমিডিয়া ফাউন্ডেশন বা কমন্স সম্প্রদায়ের সাথে সম্পর্কিত নয়। এছাড়া, সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলো উইকিমিডিয়া ফাউন্ডেশনের সাথে কোনভাবেই সংযুক্ত নয়। একাউন্টগুলো থেকে যে উপাত্ত গ্রহণ করা হয় সেটা উক্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের নিজস্ব গোপনীয়তা নীতি এবং ব্যবহারকারী নীতি অনুসারে করা হয়।