Bangla subtitles for clip: File:Demokratie in Athen (CC BY 4.0).webm

1
00:00:02,900 --> 00:00:07,000
গনতন্ত্রের আদিরূপ প্রতিষ্ঠিত হয়ে প্রাচীন এথেন্সে।

2
00:00:07,200 --> 00:00:10,000
নতুন ঐ রূপটি প্রতিষ্ঠা করেছে সাধারণ মানুষের শাসন।

3
00:00:10,139 --> 00:00:14,000
কিন্তু “সাধারণ মানুষ” বলতে এথেন্সে
শুধু এক ধরণের মানুষকেই বোঝানো হতো।

4
00:00:14,222 --> 00:00:19,500
শিশু, নারী, দাস এবং বিদেশীরা
রাজনীতিতে হস্তক্ষেপ করতে পারতো না।

5
00:00:19,786 --> 00:00:22,420
উচ্চশ্রেণির লোকেদের সবচেয়ে বেশি রাজনৈতিক প্রভাব ছিলো

6
00:00:22,458 --> 00:00:24,259
এবং তারাই বড় বড় প্রতিষ্ঠান পরিচালনা করতো।

7
00:00:24,500 --> 00:00:26,912
তারা ছিলো বড় বড় ভূস্বামী এবং ধনী বণিক।

8
00:00:26,956 --> 00:00:30,641
মধ্য ও নিম্নবর্গের লোকেরা মাঝারি
ও নিচুস্তরের অফিসার হিসেবে নিয়োগ পেতো।

9
00:00:30,700 --> 00:00:33,760
এই স্তরে ছিল ব্যবসায়ী, কারিগর এবং কৃষকরা।

10
00:00:33,780 --> 00:00:35,981
দিনমজুররা চতুর্থ শ্রেণীর অন্তর্ভুক্ত ছিলো।

11
00:00:36,014 --> 00:00:39,790
তারা অফিসে কোনো পদে নিযুক্ত থাকতো না,
তবে জনসমাবেশে কথা বলতে পারতো।