Commons talk:Bangla Wikipedia Photography Contest 2014

ক্যাটাগরি edit

ছবির ধরণ অনুযায়ী এই পেইজে ক্যাটাগরি থাকলে ভাল। আহলে সথজেই নির্দিষ্ট কোন বিষয়ের ছবি খুজে পাওয়া যাবে। যেমন- প্রত্নতাত্ত্বিক ছবি, মনুমেন্ট বা স্মৃতিসৌধ, স্থাপনা, মসজিদ ইত্যাদি। Tanweer Morshed (talk) 06:41, 24 August 2014 (UTC)Reply

সেটা অনেক ঝামেলার হবে। তাছাড়াও সমস্যা হবে না এই পেইজে আপলোড উইজার্ড কাস্টোমাইজ করা থাকবে। যে ছবিগুলো এই উইজার্ড দিয়ে আপ করা হবে সেগুলোর ট্র্যাক এমনিতেই রাখা যাবে এবং ম্যানুয়ালি যেহেতু ছবিগুলো দেখতেই হবে তখন ছবি অনুযায়ী বিষয়শ্রেণী যুক্ত করা যাবে। আমি চিন্তা করেছি পেইজটি যতটা সম্ভব সহজ করে তৈরি করার জন্য যাতে যাতে নতুনদের জন্য বাজে অভিজ্ঞতার সৃষ্টি না হয়। ~ Nahid Talk 11:44, 24 August 2014 (UTC)Reply

ব্যাকগ্রাউন্ড রঙ edit

নাহিদ ভাই, ব্যাকগ্রাউন্ড রংটা একটু বেশি ডিস্টার্বিং মনে হচ্ছে। লেখা পড়তে অসুবিধা হয় খানিকটা। অন্য কোন একটা soothing রঙ দিয়ে দেখতে পারেন, যেমন - হালকা ধূসর বা হালকা নীল। Tanweer Morshed (talk) 13:26, 27 August 2014 (UTC)Reply

দেখুন তো এখন কেমন হয়েছে? একটু হালকা সবুজ, হালকা নীল ও সাদা মিলিয়ে একটা রঙ আনার চেষ্টা করেছি। --Aftab1995 (talk) 15:27, 27 August 2014 (UTC)Reply

সাময়িক সুরক্ষা উঠানো edit

@NahidSultan, সাময়িকভাবে এটার সুরক্ষা উঠিয়ে দেন। আমি অনুবাদ এক্সটেনশন প্রয়োগ করে একটু ঠিক করতে চাই। পাতার লেখায়/রূপে কোনও পরিবর্তন করব না। আফতাবুজ্জামান (talk) 17:08, 14 February 2024 (UTC)Reply

করেছি। ~ Nahid Talk 19:09, 15 February 2024 (UTC)Reply
Return to the project page "Bangla Wikipedia Photography Contest 2014".