Template:WLM 2019 thank you/i18n/bn

This page is a translated version of a page Template:WLM 2019 thank you/i18n and the translation is 100% complete. Changes to the translation template, respectively the source language can be submitted through Template:WLM 2019 thank you/i18n and have to be approved by a translation administrator.

Wiki Loves Monuments logo
Wiki Loves Monuments logo

উইকি লাভস মনুমেন্টস প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ! দয়া করে এই জরিপে অংশ নিন।

প্রিয় WLM 2019 thank you/i18n,

উইকি লাভস মনুমেন্টস ২০১৯ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এবং আপানর তোলা ছবি সারা বিশ্বের সকলের সঙ্গে ভাগ করার জন্য অনেক ধন্যবাদ! আমরা আপনার কিছু সময় আবার চেয়ে নিচ্ছি। আপনার মতো অংশগ্রহণকারীদের জন্য বিশ্বের ৪০টিরও বেশি দেশের ঐতিহ্যের ২ লক্ষের বেশি ছবি এই প্রতিযোগিতায় জমা হয়েছে।

আপনার জমা সব ছবি আপনার আপলোড লগে দেখতে পাবেন। উইকিমিডিয়া কমন্সে ছবি আপলোড করা অব্যহত রাখতে আপনাকে সাদর স্বাগতম জানাই। যদি আপনি উইকিপিডিয়া নিবন্ধ সম্পাদনা শুরু করে সকলের সঙ্গে আপনার জ্ঞান ভাগ করে নিতে চান তবে, এই স্বাগতম পাতায় সংশ্লিষ্ট তথ্য, দিকনির্দেশ ও সাহায্য পাবেন।

এই বছরের থেকে ভবিষ্যতের প্রতিযোগিতাগুলোকে আরও সফল করে তুলতে, আমরা আপনার অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য একটি ছোট জরিপে অংশ নিতে অনুরোধ করি। দয়া করে এই জরিপ ফর্ম পূরণ করে প্রতিযোগিতা সম্বন্ধে আপনার পছন্দ ও অপছন্দের বিষয়গুলো আমাদের জানতে সাহায্য করুন।

ধন্যবাদান্তে,
উইকি লাভস মনুমেন্টস দল

NOTE: Please do not use this template directly! This is just for translation. Use {{WLM 2019 thank you}} instead.