User talk:Xi Knight/archives 1

Latest comment: 2 months ago by Mobilustener in topic RTA

কিছু এসভিজি ঠিক করার জন্য আবেদন

@Xi Knightভাই,

দুইটি লোগো এসভিজি করা আছে। একটি হলো ৬৬ পদাতিক ডিভিশন এর, আরেকটি হলো বীর উত্তম শহীদ সামাদ স্কুল এন্ড কলেজ এর। কিন্তু দুইটা লোগো কমন্স এ আপলোড নেই তাই লোগো দুইটি ঠিক নেই। লোগো দুইটিতে short title দেওয়া নেই। এছাড়া আপনি একটু দয়া করে লোগো দুইটি চেক করিয়েন যে এসভিজি ঠিক আছে নাকি  নেই। আপনি লোগো দুইটি উইকিপিডিয়া এবং কমন্স থেকে ডিলিট করে পুনরায় নতুন করে শুধু কমন্সে লাইসেন্স করে আপলোড করুন। নিচে লোগো দুইটির সকল তথ্য দেওয়া হলো-

১. ৬৬ পদাতিক ডিভিশন: ইংরেজী উইকিপিডিয়ায় এসভিজি আপলোডকৃত লোগো: ৬৬ পদাতিক ডিভিশন

কমন্সে আপলোডকৃত পিএনজি লোগো: ৬৬ পদাতিক ডিভিশন এর লোগো

Title দিবেন: 66 Infantry Division Insign of Bangladesh Army.

short title দিবেন: 66 Infantry Division Insign of Bangladesh Army - ৬৬ পদাতিক ডিভিশন

২. বীর উত্তম শহীদ সামাদ স্কুল এন্ড কলেজ : বাংলা উইকিপিডিয়ায় আপলোডকৃত লোগো : বীর উত্তম শহীদ সামাদ স্কুল এন্ড কলেজ এর লোগো

ইংরেজী উইকিপিডিয়ায় আপলোডকৃত লোগো: Bir Uttam Shaheed Samad School & College Logo

Title দিবেন: Logo of Bir Uttam Shaheed Samad School & College

Short title দিবেন:LOGO - BUSSSCR

ভাই আমি Rishad Talukdar. ভুল করে login না করে আপনাকে মেসেজ দিয়েছি। দয়া করে কাজটি করিয়েন। য়খন মেসেজটি দেখবেন তখন একটি reply দিয়েন তাহলে বুঝবো আপনি মেসেজ দেখেছেন।

-ধন্যবাদ

182.160.119.220 15:34, 22 October 2023 (UTC)
BUSSSCR হল শিক্ষাপ্রতিষ্ঠানের লোগো তাই কমন্সে আপলোড করা যাবে না। করলেও সেই শিক্ষাপ্রতিষ্ঠানের অফিসিয়াল মেইল (BUSSSCR এর ওয়েব ডোমেই মেইল)থেকে পারমিশন পাঠাতে হবে।
আর আমি কোনো কিছু ডিলিট করার ক্ষমতা রাখি না। ৬৬ পদাতিক ডিভিশন এর লোগোও কমন্সে আপলোড করা যাবে না কারণ এটা উইকিতে অলরেডি নন ফ্রি ইউস লাইসেন্স আপলোড করা আছে। আমি করলে হয়তো সিম্পল সেইপ লাইসেন্স দিয়ে তাও কমন্সে আপলোড করতে পারতাম। তবে অন্য কেউ আগেই যেহেতু নন ফ্রি ইউস দিয়ে আপলোড করেছে তাই ৬৬ পদাতিক ডিভিশন বা বাংলাদেশ আর্মির অফিসিয়াল মেইল এর মাধ্যমে পারমিশন দিতে হবে যদি কমন্সে আপলোড করা লাগে আর যেটার ক্ষমতা আমার নেই। Xi Knight (talk) 21:12, 22 October 2023 (UTC)

কিছু png লোগো svg করে কমন্সে আপলোড করার জন্য আবেদন

Xi Knight  ভাই,

নিচে চারটি লোগোর লিংকসহ কিছু তথ্য দিচ্ছি।দয়া করে এসভিজি করিয়েন। নিচের ছকসহ পুরো কথা পড়লে আপনি বুঝতে পারবেন যে কীভাবে লোগোটি হবে-

নিচের ছকে আপনি নাম, লিংক এবং কিছু সাহায্যকারী তথ্য পাবেন
নাম  লিংক কিছু তথ্য
Station Headquarters Rangpur Cantonment, Rangpur  - স্টেশন সদর দপ্তর, রংপুর সেনানিবাস, রংপুর আমি দুঃখিত এই লোগোর কোনো লিংক নেই। তবে এই লোগোটির ডিজাইন আপনাকে আমি তথ্যে বলছি। আপনাকে জানিয়ে রাখি এই লোগো অনলাইনে কোথাও আপলোড করা হয়নি।এখন আমি আপনাকে লোগোটির ডিজাইন সম্পর্কে বলছি। দুইটি লোগোর সাহায্যে আপনি এই লোগোটি তৈরি করতে পারবেন। প্রথমে লাল Background দিবেন। তারপর রংপুর ক্যান্টনমেন্ট বোর্ড এ ব্যবহারকৃত সেনাবাহিনীর তলওয়ারের লোগোটি দিবেন (তলওয়ারের মাঝখানে কাটা দাগ যাতে না হয়)। এরপর STA HQ Chittagong বাম সাইডের লোগোর তলওয়ারের হাতলে যে ডিজাইন ব্যবহার করা হয়েছে সেটি আপনি রংপুর ক্যান্টনমেন্ট বোর্ড এ ব্যবহারকৃত সেনাবাহিনীর তলওয়ারের হাতলে বসাবেন। তারপর লোগোটির নিচে ইংরেজীতে RANGPUR লিখবেন STA HQ Chittagong এই লোগোটির বাম সাইটে লোগোটি যে style এ লেখা আছে সে style এ লিখবেন। কিছু গুরুত্বপূর্ণ তথ্য: Font: Arial, Style:Bold। রংসমূহ:লাল গোলাকৃতি background, শাপলা এবং তলওয়ারের ব্লেডের রঙ সাদা ও তলওয়ারের হাতল এবং ইংরেজীতে RANGPUR লেখাটির রঙ খাকি হবে।
Board of Intermediate and Secondary Education Board, Dinajpur - মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর  বাংলা উইকিপিডিয়ায় আপলোডকৃত লোগো:মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর সরকারি ওয়েবসাইটে আপলোডকৃত লোগো:দিনাজপুর বোর্ডের লোগো লোগোটি তৈরি করার সময় perfect গোলাকৃতি হয় যাতে। লোগো ভেতরে এই রকম '>' স্টাইলে ৭ টা বাক্য দেওয়া আছে। সেগুলো একটু বেশি ঝাপসা। ওই টা বাক্যে লেখা আছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর। font যাতে sutonnymj হয় যদি সম্ভব হয়। সরকারি ওয়েবসাইটে আপলোডকৃত লোগোর মতো বানাতে পারলে বেশি ভালো হবে।
Rangpur City Corporation - রংপুর সিটি কর্পোরেশন বাংলা উইকিপিডিয়ায় আপলোডকৃত লোগো:রংপুর সিটি কর্পোরেশনের লোগো আমি যখন রংপুর সিটি কর্পোরেশনের কার্যালয়ে গিয়েছিলাম তখন দেখলাম তারা তাদের প্রধান প্রবেশদ্বারে যে লোগো ব্যবহার করেছে সেটির ডিজাইর হালাকা ভিন্ন। আপনাকে যে লোগোর লিংক দিয়েছি সেটির মাধ্যমে আপনি একটু ধারনা পাবেন। এখন আমি আপনাকে রংপুর সিটি কর্পোরেশনের মেইন গেইটের ছবি দিচ্ছি। সেখানে আপনি ডান সাইটে লোগোটি দেখতে পারবেন। একটু ঝাপসা হলেও আপনি বুঝতে পারবেন ডিজাইনটি কেমন। এই যে ছবি লিংক: রংপুর সিটি কর্পোরেশন। গেটে যে লোগো আছে সেটির মতো তৈরি করলে হবে।
Rangpur Metropolitan Police - রংপুর মেট্রোপলিটন পুলিশ facebook এ আপলোডকৃত লোগো: মেট্রোপলিটন পুলিশ ববাংলা উইকিপিডিয়ায় আপলোডকৃত লোগো:রংপুর মেট্রোপলিটন পুলিশ Facebook এ আপলোডকৃত লোগোটির মতো হতে হবে।
Rangpur Range - রংপুর রেঞ্জ Facebook এ আপলোডকৃত লোগো: রেঞ্জ এর লোগো যেমন আছে তেমন তৈরি করিয়েন

এই চারটি লোগোর মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর এর লোগোটি বেশি important। তাই যখন কাজটি করবেন তখন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর এর লোগোটি প্রথমে তৈরি করিয়েন। যদি অতিরিক্ত কথা বলে থাকি তাহলে ক্ষমা করবেন। বোঝানোর সার্থে অতিরিক্ত কথা লিখেছি

- ধন্যবাদ Rishad Talukdar 03:26, 23 October 2023 (UTC)

👍 Xi Knight (talk) 06:17, 23 October 2023 (UTC)
Xi Knight ভাই,
লোগোগুলো কতদূর হলো?
আমি জানি লোগোগুলো একটু কঠিন তবে জানতে চাচ্ছিলাম লোগোগুলোর অবস্থন কেমন। 182.160.119.220 06:48, 28 October 2023 (UTC)
এই মাসে সম্ভব না কোনো ভাবে Xi Knight (talk) 12:43, 28 October 2023 (UTC)
Xi Knight ভাই,
কোনো সমস্যা নেই। আপনি আপনার সুবিধামতো করুন। 182.160.119.220 14:13, 28 October 2023 (UTC)
Seal of the Board of Intermediate and Secondary Education, Dinajpur   Done Xi Knight (talk) 17:22, 1 November 2023 (UTC)
Seal of the Station Headquarters (Rangpur Cantonment).svg   Done Xi Knight (talk) 10:00, 2 November 2023 (UTC)
Seal of the Rangpur City Corporation.svg   Done Xi Knight (talk) 06:27, 3 November 2023 (UTC)
Xi Knight ভাই,
আপনাকে অসংখ্য ধন্যবাদ লোগোগুলো এসভিজি করার জন্য। তবে লোগোগুলোতে আংশিক পরিবর্তন হবে, যেটা হয়তো আপনি খেয়াল করেনি এবং একটি লোগোতে বানান ভুল রয়েছে। নিচে আমি লোগোটির পরিবর্তনসহ ভুলটি বলছি। এছাড়া আপনি যখন রংপুর রেঞ্জ এর লোগোটি এসভিজি করবেন তখন ভেতরের ছবিগুলো সম্ভব হলে ভেক্টর করিয়েন, আমি পুলিশের হাতে লোগোটি ভেক্টর করা দেখেছি, কিন্তু আমি দুঃখিত ভেক্টর করা লোগো আপনাকে দিতে না পেরে। আর হ্যাঁ Xi Knight ভাই আপনি দুইটি লোগো ভেক্টর করেছেন সেটির একটু আংশিক পরিবর্তন হবে সেটি আমি নিচে ছকের মাধ্যমে দিছি: Rishad 57pymr (talk) 05:54, 4 November 2023 (UTC)
Xi Knight ভাই,
এইযে ছকটি:
নিচের ছকে আপনি নাম, লিংক এবং কিছু সাহায্যকারী তথ্য পাবেন
লোগো  পরিবর্তন
Seal of the Rangpur City Corporation.svg  এই লোগোর সম্পূর্ণ ডিজাইন ঠিক আছে। তবে আংশিক একটু পরিবর্তন হবে। আপনাকে আমি আগে বলেছিলাম রংপুর সিটি কর্পোরেশন এই লিংক এ যে ছবি আছে সে ছবির একেবারে ডানে আপনি রংপুর সিটি কর্পোরেশন এর বর্তমান লোগোটি দেখতে পাবেন। একটু ঝাপসা হলেও বুঝতে পারবেন যে লোগোটি কেমন ডিজাইন করা হয়েছে। কিন্তু আপনি হয়তো ভুল করে পুরোনো লোগোটি ডিজাইন করে ফেলেছেন। সমস্যা নেই,  দুই লোগোরই ডিজাইন একই কিন্তু একটু আংশিক পরিবর্তন হবে যেটি আপনি লিংক এ দেওয়া ছবিটির ডান পাশে zoom করলে দেখলে বুঝতে পারবেন। তাও আমি কিছু বলছি যে কী কী পরিবর্তন। এখন বলছি: ভিতরের লাল বৃত্তটা হালকা বড় করবেন, বেশি বড় নয় এমনভাবে করবেন যাতে লেখাগুলো ভালো position পায়। তারপর উপরের এবং নিচের লেখা দুইটির font size একই রাখবেন, নিচের লেখা হালকা ছোট করবেন এবং লেখা দুইটির style:BOLD হবে। লাল বৃত্তের ভেতরে গোলাকৃতি চাকার মতো যে ডিজাইন আছে সেটি এবং উপরের ও নিচের লেখা দুইটির রং সাদা হবে। দুইপাশে তারা হিসেবে এই ✸ তারাটি ব্যবহার করা হয়েছে। তারার রং সাদা হবে। যেহেতু আপনি অধিকাংশ লোগো ডিজাইন করেছেন সেহেতু আপনি বুঝবেন লোগোটি কেমন করলে সুন্দর হবে। আপনি লিংক এ দেওয়া ছবিটি অনুযায়ী করিয়েন আর আমার দেওয়া তথ্যটি পড়লে বুঝবেন ছবিটিতে কী কী ব্যবহার হয়েছে।
Seal of the Board of Intermediate and Secondary Education, Dinajpur  এটি সম্পূর্ণ ঠিক আছে। কিন্তু ভেতরে '>' স্টাইলে যে বাক্যগুলো আছে 'মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, দিনাজপুর' এই বাক্যর বোর্ড বানানে রেফ দেওয়া নেই। উপরে গোলাকৃতি করে লেখা 'মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, দিনাজপুর' লেখাটা আছে সেটিতে 'শিক্ষা' এবং 'বোর্ড' এই দুই শব্দের মাঝখানে space হবে না দইটি একসাথে হয়ে 'শিক্ষাবোর্ড' হবে।
Rishad 57pymr (talk) 07:15, 4 November 2023 (UTC)

দুইটি নিবন্ধন ইংরেজীতে তৈরি জন্য আবেদন

Xi Knight ভাই,

মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস এবং বীর উত্তম শহীদ সামাদ স্কুল এন্ড কলেজ এই দুইটি নিবন্ধন দয়া করে ইংরেজী উইকিপিডিয়া তে তৈরি করে দিতে পারবেন। আপনি এই দুইটি নাম দিয়ে শুধু নিবন্ধনগুলো ইংরেজী উইকিপিডিয়ায় তৈরি করিয়েন আমি পরে ইডিট করবো।

ইংরেজী নাম : Military Engineer Services (Bangladesh)

Bir Uttam Shaheed Samad School and College 182.160.119.217 13:25, 2 January 2024 (UTC)

Xi knight, আপনার উচিত এই ধরনের অনুরোধ পূরণ না করা। আপনার উদ্দেশ্য যতই ভালো হোক, আপনি জেনে বা না জেনে, আপনি মূলত একজন বাধাপ্রাপ্ত ব্যবহারকারীকে নিয়মিত প্রক্সি দিয়ে যাচ্ছেন; তার অনুরোধমতো লোগো তৈরি ও অন্যান্য কাজ করে। যেটি উইকি নীতিমালা বিরুদ্ধ। bn:উইকিপিডিয়া:সকপাপেট তদন্ত/Md.Rishad Tallukdar -- আফতাবুজ্জামান (talk) 15:04, 2 January 2024 (UTC)
@আফতাবুজ্জামান ভাই ধন্যবাদ ভাই জানানোর জন্য। আমি এই ব্যবহারকরীর বাধাপ্রাপ্ত হওয়ার বিষয়টা খেয়াল করেছি। তবে লোগোর অনুরোধের বিষয়টা নিয়ে আমি একটু অনিশ্চিত ছিলাম। শুধু যে সকল লোগো প্রযোজ্য মনে হয়েছে সে গুলোই করেছি। ব্যাবহারকারীর কিছু অহেতুক দাবি আমি মানাও করে দিয়েছি পূর্বে। যাই হোক আগামী থেকে আমি এ বিষয়ে অধিক সতর্ক থাকব। বিষয়টা বিস্তারিত জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। Xi Knight (talk) 20:21, 2 January 2024 (UTC)

কিছু কথা এবং লোগো এসভিজিকরণ

Xi Knight ভাই , আমি ভীষণভাবে দুঃখিত আপনাকে ওই দুইটি নিবন্ধন তৈরি করতে বলার জন্য। আমি মনে করেছিলাম আপনি উইকিপিডিয়ার একজন Important Member তাই আপনি তৈরি করলে সেটি অন্য ব্যবহারকারীরা ভালো চোখে দেখবে, কিন্তু আমি ভীলণ ভুল করে ফেলেছি আপনাকে বরে। আমারও ইচ্ছে করে আপনাদের মতো সাধারণভাবে ভুল নিবন্ধন সংশোধন এবং তৈরি করার। কিন্তু উইকিপিডিয়ার গাইডলাইন বুঝতে না পারার জন্য আমি বারবার ব্লক হয়েছি। আমি ভেবেছি facebook এর মতো একাধিক অ্যাকাউন্ট তৈরি করলে আমি এই সমস্যায় পড়বো না। কিন্তু আমি একাধিক অ্যাকাউন্ট তৈরি করতাম না কারণ আমি মোবাইল এবং ল্যাপটপ দুইটি একই রাউটারের মাধ্যমে ব্যবহার করি, যে কারণে IP Address একই হয়। এই কারণে দুই যায়গায় আমি ভুল করে দুইটি অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছি এবং বাধাপ্রাপ্ত হয়েছি। তারপর একাধিক অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছি। যেটির কারণে আমার আজ এ পরিস্থিতিতে পরতে হলো। আর আফতাবুজ্জামান ভাই, আপনি যদি এটি পড়ে থাকেন তাহলে প্লিজ আমার সকপাপেট অ্যাকাউন্টগুলো দয়া করে ডিলিট করে দিন এবং আমাকে এই সকপাপেট এর ঝামেলা থেকে মুক্ত করুন। ইনশাআল্লাহ আমি ভবিষ্যত এ এই কাজ আর করবো না। এখন প্রসঙ্গ হচ্ছে লোগো তৈরি করার বিষয়ে। আফতাবুজ্জামান ভাই, আপনি বললেন উইকিপিডিয়ার একজন স্বেচ্ছাসেবক কে লোগো তৈরির জন্য বললে সেটি উইকি'র গাইডলাইন বিরুদ্ধ। আপনিও তো এই ভাইসহ কয়েকজন স্বেচ্ছাসেবক কে অনেক প্রতিষ্ঠানের লোগো তৈরি করে নিয়েছেন তাহলে সেটি কী গাইডরাইন বিরুদ্ধ নয়। এছাড়া অনেক মানুষ উইকিপিডিয়ার বিভিন্ন নিবন্ধন কে ভালো করার জন্য এনার মতো অনেক স্বেচ্ছাসেবক কে লোগো তৈরি করতে বলেছেন এবং ওনারা সাহায্য করেছেন। তাই আমি বললে কী গাইডলাইন বিরুদ্ধ। আফতাবুজ্জামান এবং Xi Knight ভাই কোনো ভুল বললে ক্ষমা করে দিয়েন।

আর Xi Knight ভাই নিচে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কয়েকটি প্রতিষ্ঠানের লোগোগুলো দয়া করে এসভিজি করিয়েন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় এর অধিভুক্ত দপ্তর ও অধিদপ্তর সমূহের মনোগ্রাম
নাম  লোগো লিংক নিবন্ধন   কিছু তথ্য
বাংলাঃ প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তর
English: Directorate General of Defence Purchase
বাংলা উইকিঃ প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের লোগো.png
English Wiki: Directorate General of Defence Purchase Logo.png
: https://www.dgdp.gov.bd/dgdp/AP_TEN/new/images/logo_s.png
বাংলাঃ প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তর
English:Directorate General of Defence Purchase
এই পরিদপ্তর এর লোগো ভালো করে দেখতে চাইলে আপনাকে এই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে এদের যেকোনো একটি pdf download করে লোগোটি পরিষ্কার পাবেন।
বাংলাঃ সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর
English: Directorate General of Medical Services
বাংলা উইকিঃ চিত্র:সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরের লোগো.jpeg English Wiki: Hasen't been Uploaded বাংলাঃ সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর
English: Directorate General of Medical Services
আমার মতে এই পরিদপ্তর এর লোগো আপনি যখন এসভিজি করবেন তখন "সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর" এই লেখাটি এবং লোগোটি separate করে এসভিজি করে upload করলে সবচেয়ে বেশি ভালো হবে। বিঃদ্রঃ লেখাটি অবশ্যই SutonnyMJ font দিয়ে লিখতে হবে।
বাংলাঃ ন্যাশনাল ডিফেন্স কলেজ (বাংলাদেশ)
English: National Defence College (Bangladesh)
বাংলা উইকিঃ চিত্র:জাতীয় প্রতিরক্ষা কলেজের লোগো.png
English Wiki: File:National Defence College Logo.png
বাংলাঃ ন্যাশনাল ডিফেন্স কলেজ (বাংলাদেশ)
English: National Defence College (Bangladesh)
No Comment
বাংলাঃ সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ
English: Defence Services Command and Staff College (Bangladesh) 
বাংলা উইকিঃ চিত্র:ডিএসসিএসসির মনোগ্রাম.jpg
English Wiki: Hasen't been uploaded 
বাংলাঃ w:bn: সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ
Defence Services Command and Staff College (Bangladesh)
No Comment
বাংলাঃ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর
English: Bangladesh Meteorological Department
বাংলা উইকিঃ চিত্র:বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের লোগো.jpg
English Wiki (but It is uploaded on Commons): File:বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের লোগো.jpg
বাংলাঃ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর
English: Bangladesh Meteorological Department
No comments
 ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট এর লোগোর সাথে বাংলাঃ চিত্র:ডিফেন্স ফাইন্যান্স কন্ট্রোলার জেনারেল.png এর মিল আছে কিন্তু নিচের লেখাটি ভিন্ন ইংরেজী ভাষায় আপলোড।হয়নি।  এটি হলো লোগো যেটি ওয়েবসাইটে রয়েছেঃ লোগো নেই নাই
 বাংলাঃ কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স
English: Controller General of Defence Finance
বাংলা উইকিঃ চিত্র:ডিফেন্স ফাইন্যান্স কন্ট্রোলার জেনারেল.png English: Hasen't been uploaded বাংলাঃ কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স
English: Controller General of Defence Finance
আমার মনে হয় এই প্রতিষ্ঠানের লোগো দুইটি, একটি হলো কার্যালয়ের, আরেকটি হলো প্রতিষ্ঠানটির নিজস্ব লোগো যেটি হলো এটি লোগো। আপনি দুইটি তৈরি করিয়েন কারণ দুইটি একই।
 বাংলাঃ বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান
English: Space Research and Remote Sensing Organization
বাংলা উইকিঃ চিত্র:বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)-এর লোগো.png
English Wiki:File:Sparrso logo.jpg
বাংলাঃ বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান
English: Space Research and Remote Sensing Organization
আমি দুঃখিত এই লোগোর আমি ভালো কোনো ছবি দিতে না পেরে। আপনি একটু কস্ট করে অনলাইনে এই লোগোটি অনুসন্ধান করিয়েন। আমি দেখলাম এই লোগো বাংলা উইকিপিডিয়ায় বাংলায় লেখা এবং ইংরেজী উইকিপিডিয়ায় ইংরেজীতে লেখা, আপনি দুই ভাষাতে লোগোটি তৈরি করিয়েন।
মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্ট্যাবিউলারি Web: modc logo নেই আপনি এটি তৈরি করে রাখুন ভবিষ্যতে যখন এটির নিবন্ধন তৈরি করা হবে তখন এখন আপলোড করা হবে।
 বাংলাঃ বাংলাদেশ সমরাস্ত্র কারখানা
English: Bangladesh Ordnance Factories
বাংলা উইকিঃ চিত্র:বাংলাদেশ সমরাস্ত্র কারখানার লোগো.png
English Wiki: Hasen't been uploaded
বাংলাঃ বাংলাদেশ সমরাস্ত্র কারখানা
English: Bangladesh Ordnance Factories
No Comment
 ISSB Web: ISSB Logo নেই আপনি এটি তৈরি করে রাখুন ভবিষ্যতে যখন এটির নিবন্ধন তৈরি করা হবে তখন এখন আপলোড করা হবে
 বাংলাঃ বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড
English: Bangladesh Armed Services Board
বাংলা উইকিঃ চিত্র:বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের লোগো.png
English Wiki: Hasen't been upload 
বাংলাঃ বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড
English: Bangladesh Armed Services Board
No comments

-ধন্যবাদ182.160.119.217 14:36, 5 January 2024 (UTC)

Xi Knightভাই,
রংপুর মেট্রোপলিটন পুলিশ এর লোগোটি কতদূর হলো? 182.160.119.217 14:49, 5 January 2024 (UTC)
Xi Knight? 182.160.119.217 03:20, 6 January 2024 (UTC)
ভাই কোনটা কতদূর এটা আমি বলতে পারব না। আমি ব্যক্তিগভাবে খুবই ব্যাস্ত। আমি আগেও বলেছি যে এধরনের অহেতুক প্রশ্ন করবেন না। আমি যখন সময় পাব আমার যখন ভাল লাগবে তখন করব। আপনি যা আবেদন করেছেন তা ন্যায্য হলে অবশ্যই হবে তা আজ হোক কাল হোক আর ১-২ বছর পরই হোক হবে। তবে আমি কোনো প্রোগ্রেস রিপোর্ট দেওয়ার জন্য বাধ্য না।
আর আফতাবুজ্জামান ভাইকে কিছু বলার বা জানানোর থাকলে তার Discussion পেজে পোস্ট করুন।
ধন্যবাদ- Xi Knight (talk) 19:47, 6 January 2024 (UTC)
Xi Knight ভাই,
বাংলাদেশ মিলিটারী একাডেমী'র লোগোতে ব্যবহারকৃত ফন্টটির নাম কী???? 182.160.119.217 12:17, 8 January 2024 (UTC)
It was created manually. Xi Knight (talk) 10:04, 9 January 2024 (UTC)

কিছু কথা

Hi @Xi Knight .

আমি একজন নতুন কমন্স এবং উইকিপিডিয়া ব্যবহারকারী। এছাড়া আমি একজন লোগো ডিজানার। যদি কিছু মনে না করেন আমি আপনার লোগোগুলো তৈরি করে দিবো যেগুলো রিশাদ নামে এই ব্যবহারকারী দিয়েছেন? এছাড়া আমি আপনার কিছু লোগো সংশোধন করেছি কিন্তু সেগুলো আপলোড করতে পারছি না কারণ আমি নতুন। হোক, পরে আপলোড করবো এখন।

আপনি আমাকে শুধু একটি সাহায্য করবেন, সেগুলো আমি নিচে বলছিঃ

১. আমি ইংরেজী উইকিপিডিয়াতে block হয়েছি, আপনি একটু দয়া করে আমি যে লোগোগুলো আপলো দিবো সেগুলো ইংরেজী নিবন্ধনগুলোতে আপলোড করিয়েন।

২.আমার লোগোতে কোনো সমস্যা থাকলে সেগুলো ঠিক করে আবার আপলোড করিয়েন আয়াত ২ (talk) 09:27, 29 January 2024 (UTC)

অনুগ্রহ করে বাধাপ্রাপ্ত ব্যবহারকারীর কথামতো কাজ করে তাকে প্রক্সি দিবেন না। এটি করলে আপনি যেমন তাকে তার বাধা উপেক্ষা করতে সাহায্য করছেন, একই সাথে উইকির নীতিমালা লঙ্ঘন করছেন। আফতাবুজ্জামান (talk) 12:57, 29 January 2024 (UTC)
@আফতাবুজ্জামান ভাই। sorry আমি আসলে বুঝতে পারিনী এবং আপনাকে ধন্যবাদ বিষয়টি জানানোর জন্য। @আফতাবুজ্জামান ভাই আপনি একটু আমাকে সাহায্য করবেন? আমি জানি না কোন কারণে আমি ইংরেজী উইকিতে বাধা পেয়েছি কিন্তু আপনি একটু kindly আমার তৈরিকৃত লোগোগুলো তার নির্ধারিত ইংরেজী নিবন্ধনে আপলোড করে দিতে পারবেন এবং দুই ভাষার নিবন্ধনে থাকা এবং কমন্সে নিবন্ধনটির png লোগোটি যাতে remove হয়ে যায় সেটার ‘অব্যবহৃত সংস্করণসহ অ-মুক্ত ফাইল’ এর tag টি যুক্ত করিয়েন।@Xi Knight ভাই এই একই অনুরোধ আপনার জন্যও!!!!! আয়াত ২ (talk) 13:14, 29 January 2024 (UTC)
আপনি নিজেই সম্ভবত রিশাদ, আপনাকে ইতোমধ্যে বেশ কয়েকবার বৈশ্বিক বাধা দেওয়া হয়েছে। আফতাবুজ্জামান (talk) 15:40, 29 January 2024 (UTC)
ভাই, please আমাকে অন্য একজন user এর সাথে মিল করান না । আমি জানি না সে কে কিন্তু তার অনুরোধ আমার কাছে কাজের মনে হয়েছে তাই আমি তাকে করে দিতে চেয়েছিলাম কিন্তু আপনার কাছে এই user এর কথা শোনার পর idea drop করলাম। অনুগ্রহ করে আমাকে এই ব্যবহারকারীর সাথে মিল করাবেন না, আমিও সাধারণ স্বেচ্ছাসেবক হিসেবে অবদান রাখতে চাই আয়াত ২ (talk) 08:43, 30 January 2024 (UTC)

RTA

File:RTA Afghanistan Logo (2021–).svg is incorrect - it is actually blue, it is not (and never has been) black. The previous uploader (User أحمد 04) created a good high res logo but somehow made it black.

The official RTA website is: https://rta.af/. The logo is blue as can be seen on the top right corner, the bottom of the page, and the favicon.

Also this https://www.youtube.com/watch?v=ncNVmNKJdLE is a live broadcast from the channel from 1 day ago. Again the logo on screen on the top right is blue.

So this is to prove that the logo was never black to begin with and hence should be corrected. Mobilustener (talk) 02:24, 26 March 2024 (UTC)

Thanks for letting me know. I'll change it accordingly. Xi Knight (talk) 19:21, 31 March 2024 (UTC)
I've managed to do it myself now. Thanks. --Mobilustener (talk) 14:36, 8 July 2024 (UTC)
Return to the user page of "Xi Knight/archives 1".