Welcome to Wikimedia Commons, Arjit Chowdhury!

-- Wikimedia Commons Welcome (talk) 07:27, 3 December 2014 (UTC)Reply

বাংলাদেশে উইকি লাভস আর্থ ২০১৮ - আপনাকে ধন্যবাদ! edit

 

সুপ্রিয় Arjit Chowdhury! উইকি লাভস আর্থ ২০১৮ বাংলাদেশে অবদান রাখায় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আনন্দিত ও কৃতজ্ঞ যে, সারা দেশ থেকে অসংখ্য ছবি পাচ্ছি! এখন পর্যন্ত আপনিসহ অন্যরা মিলে ২,৮০৫টি ছবি আপলোড করেছেন, সবগুলি ছবি Category:Images from Wiki Loves Earth 2018 in Bangladesh-এ দেখা যাবে।

সংরক্ষিত স্থানের ছবিগুলি আপলোড করাই আবদান রাখার একমাত্র উপায় নয়। আপনি যদি আগ্রহী হন, অবদান রাখার অনেক সহায়ক উপায় আছে - যার মধ্যে রয়েছে উইকিপিডিয়াতে বাংলাদেশের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক স্থানগুলির নিবন্ধ তৈরি/উন্নতিকরণ, পাশাপাশি বিদ্যমান উন্মুক্ত ছবিগুলি খুঁজে তা কমন্সে শেয়ার করা। যদিও এই অবদান প্রতিযোগিতার অন্তর্ভুক্ত হিসেবে গণনা করা হবে না, তবুও আমরা এতে নজর রাখছি এবং তা এই উন্মুক্ত জ্ঞনভাণ্ডারে অবদান রাখার একটি মহৎ উপায়। আপনি যদি উইকিপিডিয়াতে অবদান রাখতে আগ্রহী হন, তাহলে শুরু করার জন্য উইকিপিডিয়া টিউটোরিয়ালটি একটি চমৎকার জায়গা।

আপনি যদি টুইটার ও ফেসবুকে থাকেন, তাহলে হালনাগাদ সংবাদ ও আরো তথ্যের জন্য     @WLEBangladesh অনুসরণ করুন।

আপনার যদি কোনও প্রশ্ন থাকে, তাহলে নিঃসংকোচে আমার আলাপ পাতায় বার্তা দিন অথবা ইমেইল করুন wle wikimedia.org.bd ঠিকানায়। ধন্যবাদ!

#wleBangladesh দলের পক্ষে,
~ Nahid Talk, সোমবার ১৭:০৭, ২৮ মে ২০১৮ (ইউটিসি)

বাংলাদেশে উইকি লাভস আর্থ ২০১৯ - আপনাকে স্বাগতম! edit

 

সুপ্রিয় Arjit Chowdhury! উইকিমিডিয়া বাংলাদেশ-এর আয়োজনে দেশের সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চল ও এর জীববৈচিত্র্যের ছবি নিয়ে বাংলাদেশে তৃতীয়বারেরমত শুরু হচ্ছে উইকিপিডিয়ার ছবি প্রতিযোগিতা উইকি লাভস আর্থ ২০১৯। এক মাসব্যাপী স্থায়ী প্রতিযোগিতাটি ১ জুন, শনিবার থেকে ৩০ জুন পর্যন্ত চলবে।

প্রতিযোগিতা পাতায় দেয়া তালিকা থেকে বাংলাদেশের প্রাকৃতিক সংরক্ষিত অঞ্চলের যেকোনো সময় তোলা ছবি জুন মাসে জমা দিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। প্রতিযোগিতায় একজন একাধিক ছবি জমা দিতে পারবেন। প্রতিযোগিতা শেষে প্রতিটি দেশ থেকে সেরা ১০টি ছবি আন্তর্জাতিক বিচারকদের কাছে পাঠানো হবে এবং সব দেশের ছবি থেকে সেরা ১৫টি ছবি আন্তর্জাতিকভাবে বিজয়ী ঘোষণা করা হবে। বিজয়ীদের জন্য আলাদাভাবে আন্তর্জাতিক ও জাতীয় পুরস্কার রয়েছে।

আপনি যদি টুইটার ও ফেসবুকে থাকেন, তাহলে হালনাগাদ সংবাদ ও আরো তথ্যের জন্য     @WLEBangladesh অনুসরণ করুন।

আপনার যদি কোনও প্রশ্ন থাকে, তাহলে নিঃসংকোচে ইমেইল করুন wle wikimedia.org.bd ঠিকানায়। আসুন সবাই মিলে উইকিপিডিয়ার মাধ্যমে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য বিশ্ব দরবারে তুলে ধরি। ধন্যবাদ!

#wleBangladesh দলের পক্ষে,
নাহিদ সুলতান, রবিবার ১৫:৫৭, ১৬ জুন ২০১৯ (ইউটিসি)

আপনি এই বার্তাটি পাচ্ছেন কারণ আপনি এর পূর্বে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন

বিশ্বের সর্ববৃহৎ ছবি প্রতিযোগিতায় অংশ নিন edit

সুপ্রিয় Arjit Chowdhury,

 

উইকিমিডিয়া বাংলাদেশ-এর আয়োজনে দেশের প্রত্নতাত্ত্বিক ও গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি নিয়ে বাংলাদেশে চতুর্থবারেরমত চলছে বিশ্বের সবচেয়ে বড় ছবি প্রতিযোগিতা উইকি লাভস মনুমেন্টস ২০১৯। ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া মাসব্যাপী স্থায়ী প্রতিযোগিতাটি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রতিযোগিতা পাতায় দেয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনার তালিকা থেকে যেকোন সময় তোলা যেকোন স্থাপনার ছবি যত খুশি আপলোড করা যাবে। বিজয়ীদের জন্য আলাদাভাবে আন্তর্জাতিক ও জাতীয় পুরস্কার রয়েছে।

আপনি যদি টুইটার ও ফেসবুকে থাকেন, তাহলে হালনাগাদ সংবাদ ও আরো তথ্যের জন্য     @WLMBangladesh অনুসরণ করুন।

আপনার যদি কোনও প্রশ্ন থাকে, তাহলে নিঃসংকোচে ইমেইল করুন wlm wikimedia.org.bd ঠিকানায়। আসুন সবাই মিলে উইকিপিডিয়ার মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরি। ধন্যবাদ! আপনি এই বার্তাটি পাচ্ছেন কারণ আপনি এর পূর্বে উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন

#wlmBangladesh আয়োজক কমিটির পক্ষে,
নাহিদ সুলতান, মঙ্গলবার ২০:২৮, ০৩ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)

Quality Image Promotion edit

 
Your image has been reviewed and promoted

Congratulations! বঙ্গোপসাগরের মোহনায়.jpg, which was produced by you, was reviewed and has now been promoted to Quality Image status.

If you would like to nominate another image, please do so at Quality images candidates.

We also invite you to take part in the categorization of recently promoted quality images.
Comments Good quality, nice ambient atmosphere --PantheraLeo1359531 15:09, 14 November 2019 (UTC)Reply
  Comment - Agreed. This one is nice. -- Ikan Kekek 22:33, 14 November 2019 (UTC)
Reply

--QICbot (talk) 05:22, 17 November 2019 (UTC)Reply

বাংলাদেশে উইকি লাভস আর্থ ছবি প্রতিযোগিতা পুনরায় শুরু হয়েছে! edit

 
সুপ্রিয় Arjit Chowdhury! উইকিমিডিয়া বাংলাদেশ-এর আয়োজনে দেশের সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চল ও এর জীববৈচিত্র্যের ছবি নিয়ে বাংলাদেশে চতুর্থবারেরমত শুরু হয়েছে উইকিপিডিয়ার ছবি প্রতিযোগিতা উইকি লাভস আর্থ ২০২০। এক মাসব্যাপী স্থায়ী প্রতিযোগিতাটি ১ জুন, সোমবার থেকে শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে।

প্রতিযোগিতা পাতায় দেয়া তালিকা থেকে বাংলাদেশের প্রাকৃতিক সংরক্ষিত অঞ্চলের যেকোনো সময় তোলা ছবি জুন মাসে জমা দিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। প্রতিযোগিতায় একজন একাধিক ছবি জমা দিতে পারবেন। প্রতিযোগিতা শেষে প্রতিটি দেশ থেকে সেরা ১০টি ছবি আন্তর্জাতিক বিচারকদের কাছে পাঠানো হবে এবং সব দেশের ছবি থেকে সেরা ১৫টি ছবি আন্তর্জাতিকভাবে বিজয়ী ঘোষণা করা হবে। বিজয়ীদের জন্য আলাদাভাবে আন্তর্জাতিক ও জাতীয় পুরস্কার রয়েছে।

  • ২০২০ সালের প্রতিযোগিতায় অংশগ্রহণ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন: উইকি লাভস আর্থ ২০২০
  • আপনার যদি কোনও প্রশ্ন থাকে, তাহলে নিঃসংকোচে ইমেইল করুন wle wikimedia.org.bd ঠিকানায় অথবা যোগদান করতে পারেন ফেসবুকের facebook.com/groups/wlebangladesh গ্রুপে।

আপনি যদি টুইটার ও ফেসবুকে থাকেন, তাহলে হালনাগাদ সংবাদ ও আরো তথ্যের জন্য     @WLEBangladesh অনুসরণ করুন। আসুন সবাই মিলে উইকিপিডিয়ার মাধ্যমে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য বিশ্ব দরবারে তুলে ধরি। ধন্যবাদ!

#wleBangladesh দলের পক্ষে,
নাহিদ সুলতান, শনিবার ১৭:০৬, ০৬ জুন ২০২০ (ইউটিসি)

আপনি এই বার্তাটি পাচ্ছেন কারণ আপনি এর পূর্বে উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত ছবি প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন

FP Promotion edit

 
This image has been promoted to Featured picture!

The image File:Play with a wheel.jpg, that you uploaded is now assessed as one of the finest pictures on Wikimedia Commons, the nomination is available at Commons:Featured picture candidates/File:Play with a wheel.jpg. Thank you for your contribution. If you would like to nominate, please do so at this nomination page.

 
/FPCBot (talk) 21:02, 8 December 2023 (UTC)Reply