Heroes may have a winning story, but the villains will always have LEGENDARY STORIES !! 
                                            I am not perfect, but I am ORIGINAL                 
         Ashim Biswas believe that world is our mother . So we need to know her very much. we have to love her , take care of her . its time to take a stand to save the world . its time to take a action against the pollution .It is tome to find a solution not to find option.
       
      
 
        অভিমানী মন
 

কত পুনর্জন্ম কত শতাব্দি পার করে আবার পৃথিবীর বুকে হাটছি তুমি আর আমি। তোমার তো সব কিছুতেই অভিমান আর আমার সব অভিমানে তুমি। কত হুপকথার গল্পে অভিনীত করে কত রাজ্য জয়করে , কত সাগর নদী পার করে আবার এসেছি তোমার রাজ্যে। তোমার তো সব কিছুতেই অভিমান। কত মাস কত যুগধরে অপেক্ষায় আছি তোমার তোমার কাছে যেখানে আমার জন্য একটুও সময় নেই সেখানে আমার কাছে অফুরন্ত সময় তোমার জন্য।


  আমার আমি

আমি কর্নের কাটা মুন্ডু আমি কনিস্কের ধর আমি মোহ , আমি মায়া আমি বর্য্য বিষাদের ঝড়।

আমি আলেয়ার আলো আমি যক্ষের ধন আমি শুন্য ,আমি পুর্ন আমি প্রস্তর এর প্রান।

আমি কৃষ্ণের ভাঙ্গা বাশি আমি রমনীর কানের দুল আমি অভিসাপ ,আমি আশির্বাদ আমি রাঁধার খোপার ফুল।

আমি রত্নাকরের সৃস্টি আমি মহাকাব্যের অভিনেতা আমি স্রষ্টা , আমি সৃষ্টি আমি মহাকাব্যের রচইতা।

আমি রামায়নের রাম আমি লঙ্কার রাবন আমি ব্রক্ষ্মান্ড , আমি ব্রক্ষ্মাস্ত্র আমি রক্তবীজের প্রান।