Welcome to Wikimedia Commons, Tanu25sept!

-- Wikimedia Commons Welcome (talk) 11:06, 3 May 2017 (UTC)Reply

উইকি লাভস আর্থ ছবি প্রতিযোগিতা সম্পর্কে edit

সুধী, উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত আন্তর্জাতিক ছবি প্রতিযোগিতা উইকি লাভস আর্থে অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আপনার ছবিগুলো প্রতিযোগিতার বিষয়বস্তুর বাইরে বলে সেগুলো প্রতিযোগিতার জন্য গণ্য করা হবে না। প্রতিযোগিতার জন্য আপনাকে অবশ্যই বাংলাদেশের সংরক্ষিত অঞ্চলের তালিকা থেকে আপলোড করতে হবে। তবে, আপনার ছবিগুলো তারপরও উইকিপিডিয়ার জন্য গুরুত্বপূর্ণ কারণ এগুলো রিলেটেড উইকিপিডিয়া নিবন্ধে ব্যবহার করা যাবে। এ ব্যাপারে আপনার কোন প্রশ্ন থাকলে অনুগ্রহ করে ইমেইল করুন wle wikimedia.org.bd ঠিকানায়। ধন্যবাদ। ~ Nahid Talk 17:42, 3 May 2017 (UTC)Reply

বাংলাদেশে উইকি লাভস আর্থ ২০২০ - আপনাকে ধন্যবাদ! edit

 

সুপ্রিয় {{subst:PAGENAME}}! উইকি লাভস আর্থ ২০২০ বাংলাদেশে অবদান রাখায় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আনন্দিত ও কৃতজ্ঞ যে, সারা দেশ থেকে অসংখ্য ছবি পাচ্ছি! এখন পর্যন্ত আপনিসহ অন্যরা মিলে ১,৯১১টি ছবি আপলোড করেছেন, সবগুলি ছবি Category:Images from Wiki Loves Earth 2020 in Bangladesh-এ দেখা যাবে।

সংরক্ষিত স্থানের ছবিগুলি আপলোড করাই আবদান রাখার একমাত্র উপায় নয়। আপনি যদি আগ্রহী হন, অবদান রাখার অনেক সহায়ক উপায় আছে - যার মধ্যে রয়েছে উইকিপিডিয়াতে বাংলাদেশের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক স্থানগুলির নিবন্ধ তৈরি/উন্নতিকরণ, পাশাপাশি আপনার নিজের তোলা কোন ছবি থাকলে তা উইকিমিডিয়া কমন্সে শেয়ার করে নিবন্ধগুলো সমৃদ্ধ করা। যদিও এই অবদান প্রতিযোগিতার অন্তর্ভুক্ত হিসেবে গণনা করা হবে না, তবুও আমরা এতে নজর রাখছি এবং তা এই উন্মুক্ত জ্ঞনভাণ্ডারে অবদান রাখার একটি মহৎ উপায়। আপনি যদি উইকিপিডিয়াতে অবদান রাখতে আগ্রহী হন, তাহলে শুরু করার জন্য উইকিপিডিয়া টিউটোরিয়ালটি একটি চমৎকার জায়গা।

আপনি যদি টুইটার ও ফেসবুকে থাকেন, তাহলে হালনাগাদ সংবাদ ও আরো তথ্যের জন্য     @WLEBangladesh অনুসরণ করুন।

আপনার যদি কোনও প্রশ্ন থাকে, তাহলে নিঃসংকোচে আমার আলাপ পাতায় বার্তা দিন অথবা ইমেইল করুন wle wikimedia.org.bd ঠিকানায় অথবা facebook.com/groups/wlebangladesh ফেসবুক গ্রুপেও প্রশ্ন রাখতে পারেন। ধন্যবাদ!

#wleBangladesh দলের পক্ষে,
~~~, {{subst:#time:l G:i, d F Y||bn}} (ইউটিসি)